মাথাভাঙ্গা মনিটর: টেস্ট ক্রিকেটে টানা ১১টি অর্ধশতক করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডসের পাশে নিজের নামটি লিখিয়েছেন মুমিনুল হক। গতকাল শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে টানা একাদশ তম ম্যাচে অর্ধশতক তুলে নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের রিচার্ডস ছাড়াও টেস্ট ক্রিকেটে টানা ১১ ম্যাচে অর্ধশতক আছে ভারতের গৌতম গম্ভির ও বিরেন্দর শেবাগের। খুলনায় প্রথম টেস্টে অর্ধশতক করে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান টেন্ডুলকার ও ইংল্যান্ডের জন এড্রিচের পাশে বসেছিলেন মুমিনুল। টেস্ট ক্রিকেটে টানা সর্বোচ্চ অর্ধশতকের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১২ ম্যাচে অর্ধশতক করেন তিনি।