স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে খুলনা আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র চ্যাম্পিয়b হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর স্কুলমাঠে অনুষ্ঠিত তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ড্র হলে সেমিফাইনালের মতো আবারো খেলার ভাগ্য গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে শেখ রাসেল ক্রীড়াচক্র ০(৪)-০(৩) গোলে খুলনা আবাহনী ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়b হয়। শেখ রাসেলের পক্ষে গোল করেন দল নায়ক মুরাদ, সোহেল, অলম্বি (বিদেশি) ও চুকা (বিদেশি)। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শেখ রাসেল ক্রীড়াচক্রের সহঅধিনায়ক সোহেল মাস্তার। খেলা শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ফাইনালে খেলোয়াড় ও কর্মকর্তাদের উৎসাহিত করতে সরাসরি মাঠে উপস্থিত হন শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি তরুণ ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার। চ্যাম্পিয়ন হওয়ায় তিনি প্রথমে সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে জয়ের এ খবরটি জানান চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক ছেলুন জোয়ার্দ্দারকে। এরপর দলের সকল খেলোয়াড় কর্মকর্তা, কোচ ও ম্যানেজারকে ধন্যবাদ জানান। একই সাথে চ্যাম্পিয়ন ট্রফি ও জয়কে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সম্মানে উৎসর্গের ঘোষণা দেন। জয়ের এ সংবাদে তাৎক্ষণিকভাবে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি, দলের সকল খেলোয়াড়, কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং পুরস্কার ঘোষণা করেন। দলের কোচ ছিলেন কৃতীফুটবলার সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু ও ম্যানেজার ছিলেন সাবেক ফুটবলার শহিদুল কদর জোয়ার্দ্দার। এছাড়া খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাতে ফুটবল দলের সাথে সার্বক্ষণিকভাবে ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, ক্রীড়া সম্পাদক ফিরোজ আহম্মেদ, ফুটবলার নাজমুল হক শান্তি, হাফিজুর রহমান হাপু, ছোট রাসেল, চঞ্চল, সৈকত প্রমুখ।