চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২ দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক (রেকটর) আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ ঘোষ, বিদ্যোৎসাহী আব্দুস সাত্তার, সাবেক সহকারী প্রধান শিক্ষক শওকত আলী, সুরত আলী, সাবেক ক্রীড়া শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আকবর আলী, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, পিটিএ সভাপতি ওহিদুল ইসলাম, সদস্য আলতাব হোসেন, মনজের আলী, রাশেদ আহমেদ, ফারহানা আফরোজ, তামিমা হক, রাজিয়া সুলতানা, আব্দুল হান্নান, পরিচালনা কমিটির সদস্য লাল মোহাম্মদ, জালাল উদ্দিন, আবু তাহের, মোস্তাফিজুর রহমান, রুপা রায়, শিক্ষক প্রতিনিধি রিনা খাতুন ও ক্রীড়া শিক্ষক খাইরুল ইসলাম। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষক আবুল কাশেম, মোতাহার হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। পরিচালনা করেন শিক্ষক গোলজার হোসেন ও আব্দুল জব্বার।