আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া দোসীমানাপাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, দোসীমানাপাড়ার করিম উদ্দিনের ছেলে সাগর (৪) মঙ্গলবার বেলা তিনটার দিকে সহপাঠীদের সাথে একই এলাকার মুনছুর আলীর পুকুর পাড়ে খেলা করছিলো। এ সময় পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। গত মঙ্গলবার বেলা ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে তার লাশ দাফন করা হয়।