ঝিনাইদহে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে আয়ুব হোসেন (৪৫) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আয়ুব হোসেন জেলা শহরের পৌর এলাকার শান্তিনগরপাড়ার বাসিন্দা ও পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মর্গহাউজের সামনে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে থেকে আয়ুব হোসেন শান্তিনগরপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মর্গ হাউজের পৌঁছুলে তাকে ৩-৪ জন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তিনি জানান, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Leave a comment