টিপ্পনী:

খবর: (গাংনীর বামন্দীতে জালটাকাসহ দুজন আটক)

 

কামাই করার নেই তো মুরোদ
জাল ভেজালের জিকির করো
জানি জানি সব জানি গো
অনেক ফন্দি ফিকির করো।

মধ্যি মাঝে খুব গোপনে
জুয়া মদের আসর করো
পরের বধূ ঘরে এনে
জোর জুলুমে বাসর করো।

কাগজ ছেপে নকল টাকা
বুকে নিয়ে যতোন করো
দিনে দিনে গাড়ি বাড়ি
সবই মনের মতোন করো।

-আহাদ আলী মোল্লা