চট্টগ্রামে বাসায় ঢুকে মা-মেয়েকে জবাই করে খুন

 

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের সদরঘাট এলাকার একটি বাসায় নৃশংসভাবে মা-মেয়েকে গলা কেটেও ছুরিকাঘাত করে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়ায় অবস্থিত আল ইসলাম ভবনের চার তলায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন- স্থানীয় মাংসব্যবসায়ী শাহ আলমের স্ত্রী নাসিমা আক্তার (৩২) ও তার মেয়ে রিয়া আক্তার ফাল্গুনী (৮)। নিহতের পরিবারের অন্য সদস্যদের কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে। উৎসুক লোকজন সকাল থেকে ভিড় জমায়। এ ঘটনায় পুলিশ সন্দেহজনকভাবে বাসার দারোয়ান সিদ্দিক আহমদ (৩৩) ও সুজনসহ (২৮) চারজনকে আটক করেছে। আটক অপর দুজনের নাম তদন্তের স্বার্থে জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ। দুর্বৃত্তরা বাসা থেকে নগদ এক লাখ ৩০ হাজার টাকা ও ৮-১০ ভরি সোনার গয়নাগাটি নিয়ে গেছে বলে দাবি করেছেন গৃহকর্তা শাহ আলম। তবে ডাকাতি করতে গিয়েই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে  নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a comment