দামুড়হুদায় মদ ও মোটরসাইকেলসহ একজন আটক

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে দু বোতল মদ ও একটি লাল রঙের মোটরসাইকেলসহ শহিদুল ইসলাম (২৬) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সে উপজেলার ঠাকুরপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঠাকুরপুর গ্রামের কাঁচা রাস্তার ওপর থেকে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে দু বোতল ভারতীয় মদ এবং ১টি নম্বরবিহিন লাল রঙের মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার লুৎফর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরপূর্বক আটক শহিদুলকে রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। বিষয়টি গতকাল রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবিএম পরিচালক এসএম মনিরুজ্জামান।

এদিকে বিজিবির পক্ষ থেকে একজনকে আটক করার কথা বলা হলেও এলাকাবাসী জানিয়েছে, জব্দকৃত মোটরসাইকেলটি দামুড়হুদা দেউলী গ্রামের মাবুদের। বিজিবি তাকেও আটক করেছিলো। কিন্ত বিশেষ কারণে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে এলাকাবাসী জানায়।

Leave a comment