মাথাভাঙ্গা মনিটর: মেসি ম্যাজিকের সুবাদে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে বার্সেলোনা। এ জয়ের ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে লুইস এনরিকের দল। চ্যাম্পিসন্স লিগে সর্বশেষ দেখায় এ ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে ৩-০ গোলে হারের লজ্জায় ডুবিয়েছিলো বায়ার্ন। তারও আগে নিজেদের মাঠে ৪-০ গোলে জেতায় দু লেগ মিলিয়ে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছিলো বায়ার্ন। এবার সেই হারের প্রতিশোধের অর্ধেকটা নিয়েই বায়ার্নের আলিয়াঞ্জ অ্যারেনায় এখন খেলতে যাবে বার্সেলোনা।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বের এ ম্যাচের ১২তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিলেন লুইস সুয়ারেস। উরুগুয়ে তারকার সামনে ছিলেন কেবল গোলরক্ষক মানুয়েল নয়ার। কিন্তু সুয়ারেসের শট দারুণ দক্ষতায় পা দিয়ে ঠেকিয়ে দেন জার্মান এ গোলরক্ষক। ১৮তম মিনিটে দারুণ একটি সুযোগ হারায় বায়ার্নও। টমাস মুলার ডান দিক থেকে বল পাঠিয়েছিলেন ডি-বক্সে। কিন্তু মুখে চোটের কারণে প্রতিরক্ষা মুখোশ পরে খেলতে নামা রবের্ত লেভানদোভস্কি ঠিকমতো শট নিতে পারেননি গোলরক্ষককে একা পেয়েও। ৩৯তম মিনিটে আবার বায়ার্নের রক্ষাকর্তা নয়ার। রক্ষণের ওপর দিয়ে ইনিয়েস্তার দারুণ পাসে আলভেসের আচমকা শটও পা দিয়ে দক্ষতার সাথে ঠেকিয়ে দেন গত বিশ্বকাপের সেরা এ গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সেলোনার ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় বায়ার্ন; তবে জাভি আলোনসোর বল বাধা পায় রক্ষণ প্রাচীরে। একটু পরে মেসিও গোলে শট নিয়েছিলেন; তবে বল জমা পড়ে নয়ারের হাতে।
৭৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। ডানদিক থেকে দানি আলভেসের বাড়ানো বল পায়ে জমানোর পর বাম পায়ের শটে বায়ার্নের জালে বল জড়ান লিওনেল মেসি। ৮০তম মিনিটে দ্বিতীয় গোলটাতো মেসির মাপের খেলোয়াড়ের বিবেচনাতেও অসাধারণ। ৩০ গজ দূরে বল পেয়ে পায়ের জাদুতে জেরোম বোয়েটাংকে মাটিতে লুটিয়ে ফেলে ডান পায়ের টোকায় নয়ারের মাথার ওপর দিয়ে তিনি পাঠিয়ে দেন জালে। চ্যাম্পিয়ন্স লিগের এ মরসুমে ১১ ম্যাচে এটি মেসির দশম গোল। আর মোট ৭৭টি গোল নিয়ে রোনালদোকে ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দেয়ার রেকর্ড আবার নিজের নামে লেখালেন চারবারের বর্ষসেরা এই তারকা।
ম্যাচের শেষ দিকে বল পেয়ে মেসি বাড়ান ফাঁকায় থাকা নেইমারের দিকে। অনেকখানি দৌড়ে নয়ারকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে কোনো ভুল করেননি ব্রাজিলের এই ফরোয়ার্ড।
মেসি ম্যাজিকে বার্সার জয়
