সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২ দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২ দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রেকটর আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলী পচা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ ঘোষ, বিদ্যোৎসাহী সদস্য আব্দুস সাত্তার, শিক্ষক প্রতিনিধি গোলজার হোসেন, রিনা খাতুন, পরিচালনা কমিটির সদস্য লাল মোহাম্মদ, জালাল উদ্দিন, আবু তাহের, মোস্তাফিজুর রহমান, রুপা রায় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আব্দুল জব্বার। অতিথিরা জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে ২ দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এছাড়া বিকেলে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আগামীকাল ৯ মে শনিবার সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

Leave a comment