জীবননগর ব্যুরো: জীবননগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার ৩০ জন প্রতিবন্ধীর মাঝে ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ জন প্রতিবন্ধীর হাতে ১ হাজার টাকা করে তুলে দেন। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামসুল আলম ছাত্তার, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির ও উপজেলা যুবউন্নয়ন অফিসার আবু মো. হাসানুল আজিজসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।