আলমডাঙ্গা ব্যুরো: আন্তঃপ্রাথমিক বিদ্যালয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ড্রয়িং কম্পিটিশন অব এসিআই অ্যামপ্লয়িজ চিলড্রেনে আলমডাঙ্গার শিশুকন্যা শশী এবার বিটিভি ও বিআরবি আয়োজিত হামদ-নাত প্রতিযোগিতায় ঢাকার ইয়েস কার্ড পেয়েছে। গতকাল বৃহত্তর কুষ্টিয়ার প্রতিযোগিতায় তাকে এ ইয়েস কার্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বিআরবি আয়োজিত হামদ-নাত প্রতিযোগিতার ২য় পর্যায় গতকাল কুষ্টিয়া পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বৃহত্তর কুষ্টিয়ার ৪ জেলার প্রায় ৩ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সামিয়া ইয়াসমিন শশী ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে ইয়েস কার্ড পেয়েছে। আগামী ২১ মে এফডিসিতে অনুষ্ঠিতব্য ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় সে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
এছাড়া এ বছর ড্রয়িং কম্পিটিশন অব এসিআই এমপ্লয়িজ চিলড্রেনে অংশগ্রহণ করে সে সারাদেশের মধ্যে ১ম হওয়ার গৌরব অর্জন করেছে। গত ২৪ এপ্রিল ঢাকাস্থ এসিআই গ্রুপের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশবরেণ্য চিত্রশিল্পী হাসেম খান ও এসিআই গ্রুপের চেয়ারম্যান আসিফ উদ-দৌলা তাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেন। শশী এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আলমডাঙ্গা অঞ্চলের সিনিয়র মেডিকেল সার্ভিসেস অফিসার মো. তৌহিদুল ইসলাম ও রেহানা পারভীনের মেয়ে।