গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার নওপাড়া গ্রামের মাদকব্যবসায়ী বাছের আলীর (৫০) ছয় মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাঁজাসহ আটকের পর গতকাল বুধবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিনের আদালত এ রায় দেন। বাছের আলী নওপাড়া গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে।
গাংনী থানা সূত্রে জানা গেছে, সকালে নওয়াপাড়া ব্রিজের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজাসহ বাছেরকে ধলা পুলিশ ক্যাম্পের একটি দল আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের জেল দেন। উপস্থিত ছিলো গাংনী থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেনসহ পুলিশের একটি দল। আদালতের নির্দেশে দুপুরেই বাছেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মুক্তার হোসেন।