চুয়াডাঙ্গা বেগমপুর আকন্দবাড়িয়া আবাসনের রুবেল ফেনসিডিলসহ গ্রেফতার

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ক্যাম্প পুলিশ আকন্দবাড়িয়ায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আকন্দবাড়িয়া আবাসনের রুবেল হোসেনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, বেগমপুর ক্যাম্প পুলিশের এসআই শিকদার মনির হোসন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার সকাল ১০টার দিকে বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গাঙেরধার মাঠে অভিযান চালান। এ সময় ২৪ বোতল ফেনসিডিলসহ আবাসনের ১-৪ ঘরের কাবিল হোসেনের ছেলে রুবেল হোসেনকে (২৭) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেলকে ফেনসিডিলসহ গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেছে, আকন্দবাড়িয়া আবাসনে নিয়মবর্হিভূতভাবে দূর-দূরান্তের লোকজন বসবাস করে। এ আবাসনে শুধুমাত্র বেগমপুর ইউনিয়নের ভূমিহীন লোকজনের বসবাস করার নিয়ম থাকলেও তা হয়নি। ফলে আবাসন এখন মাদকের ঘাটিতে পরিণত হয়েছে।

Leave a comment