স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০১৫ উপলক্ষে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যদের কাছে ভোট প্রার্থনা করেছেন নীল প্যানেলের গ্রুপ আসনের প্রার্থী যশোর বারের অ্যাডভোকেট মো. ইসহাক। নির্বাচনে সাধারণ আসনে সাতজন ও গ্রপ আসনে সাতজন নির্বাচিত হবেন। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ১৫৯ জন। আগামী ২০ মে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের নেতৃত্বে শাদা প্যানেল ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মনোনীত প্রার্থী খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে নীল প্যানেল নির্বাচনে অবতীর্ণ হয়েছেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ আসনের অন্য প্রার্থীরা হলেন- ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, আব্দুল বাসেত মজুমদার, আব্দুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, জেডআই পান্না ও শম রেজাউল করিম। গ্রুপ আসনে মো. ইয়াহিয়া (বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চল) প্রার্থী হয়েছেন। এছাড়া একই প্যানেলে দেশের ছয়টি অঞ্চলে ছয়জন প্রার্থী রয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সাধারণ আসনের অন্য প্রার্থীরা হলেন- আব্দুল জামিল মোহাম্মদ আলী, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দীন খোকন, সানাউল্লাহ মিয়া, বদরুদ্দোজা বাদল, বোরহান উদ্দিন ও মুক্তিযোদ্ধা মহসিন মিয়া। গ্রুপ আসনে মো. ইসহাক (বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চল) প্রার্থী হয়েছেন। এছাড়া একই প্যানেলে দেশের ছয়টি অঞ্চলে ছয়জন প্রার্থী রয়েছেন।
ভোট প্রার্থনার সময় মো. ইসহাকের সাথে জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল ওহাব মল্লিক, সেক্রেটারি সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সাবেক সভাপতি শাহজাহান মুকুল ও সাবেক সেক্রেটারি শামীম রেজা ডালিম উপস্থিত ছিলেন।
এছাড়া গ্রুপ আসনে প্যানেলের বাইরে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মাহবুবুল হক জোয়ার্দ্দার (কুষ্টিয়া, যশোর, রাজশাহী অঞ্চল) সদস্য পদে প্রার্থী হয়েছেন। তিনিও চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে দেখা করে নিজ জেলার ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন।