মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার যাদপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলম ও রুবেল আহম্মেদ সুজনকে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ মহেশপুর থানা পুলিশ আটক করেছে। যাদবপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও আব্দুর রহমানের ছেলে রুবেল আহম্মেদ সুজনসহ একটি চক্র মহেশপুর এবং চৌগাছা উপজেলায় দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ছিনতাই, মাদকচোরাচালানসহ চালিয়ে আসছিলো। গত সোমবার বিকেলে একটি গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর বাজার থেকে একটি ছিনতাইকৃত মোটরসাইকেলসহ মহেশপুর থানা পুলিশ তাদেরকে আটক করে। মহেশপুর থানার এসআই মোতালেব হোসেন জানান, সোমবার কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের মোদাসের হোসেনের ছেলে মো. আসলাম হোসেনের অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।