দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৪২তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দামুড়হুদা পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ে বালক ও বালিকাদের মধ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত। প্রতিযোগিতায় বালকে গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং দামুড়হুদা পাইলট হাইস্কুল রানারআপ এবং বালিকায় কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় রানারআপ হয়। বিকেলে দামুড়হুদা উপজেলা স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় ৩-১ গোলে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়কে এবং দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। রেফারি ছিলেন শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান, আব্দুল খালেক, মিরাজুল ইসলাম, ইউসুফ আলী ও তিতুয়ার রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, দামুড়হুদা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুর জাহান খাতুন, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরুন্নবী প্রমুখ উপস্থিত ছিলেন।