ভ্রাম্যমান প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে মুন্সিপুর পর্যন্ত সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এ সড়কটি ১০-১২ বছর আগে পাকাকরণ করা হয়। এরপর আর সড়কটি কোনো সংস্কার করা হয়নি। এ সড়ক দিয়ে মানুষজনসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। সড়কটির বিভিন্ন অংশ ইটের খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে জনসাধারণকে চলাচলের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। সড়কটি পুনরায় সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে সচেতনমহল।