টিপ্পনী

 

খবর:(বন্দুকযুদ্ধের নামে গুলি ভীতি ছড়িয়ে দেয়ার ভয়ানক কৌশল)

 

জ্যান্ত মানুষ ধরে এনে

ফন্দি ফিকির করে এনে

বানিয়ে দিলাম লাশ,

মারলো কারা ধরলো কারা

কখন এ কাম করলো কারা

দেশের মানুষ সব বুঝেছে

সব হয়েছে ফাঁস!

 

চলছে এখন গরম হওয়া

উলোট পালোট চরম হওয়া

নড়লে পরেই শেষ,

কার যে কখন সমন আসে

আর কী দমন পীড়ন আসে

কী আর করা কী আর করা

চলছে ভালোই দেশ!

 

-আহাদ আলী মোল্লা