কার্পাসডাঙ্গা প্রতিনিধি: নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কার্পাসডাঙ্গা খ্রিস্টান সম্প্রদায়ের অনুদান সংগ্রহ শুরু করেছে কার্পাসডাঙ্গা ক্যাথলিক চার্চ। গতকাল রোববার সকাল থেকে ক্যাথলিক চার্চের উদ্যোগে অনুদান সংগ্রহ শুরু করে। মিশন পল্লিতে ক্যাথলিক চার্চের প্রত্যেক বাড়িতে বাড়িতে চাল ও নগদ টাকা সংগ্রহ করে। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল নেপালে ভূমিকম্পে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।