স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গুলশানপাড়ায় বাংলা নববর্ষ উপলক্ষে বোশেখি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা হামদ-নাত, কেরাত ও আজান প্রতিযোগিতায় অংশ নেয়। গুলশানপাড়া মহল্লাবাসীর আয়োজনে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। গুলশানপাড়া শাপলামাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাড. মসলেম উদ্দিন। বক্তব্য রাখেন ফেরদৌস ওয়ারা সুন্না, মনিরুজ্জামান, আবু জাফর মন্টু, অ্যাড. আব্দুল মালেক, অ্যাড. আহসান আলী, আব্দুল মোতালেব, ইঞ্জিনিয়ার বিশারত আলী, আকছেদ আলী, ইলিয়াস আলী, মাও. নাসির উদ্দিন, মাও. জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন মাও. আব্দুল্লাহ।