দামুড়হুদায় মোবাইলফোনে চাঁদা দাবির অভিযোগে একজন গ্রেফতার

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোবাইলফোনে চাঁদা চাওয়ার অভিযোগে মনিরুল (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে দামুড়হুদা উপজেলার চণ্ডিপুর খামারিপাড়ার ফজলুর রহমানের ছেলে। গত শুক্রবার রাত ১০টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই কবির হোসেন মাতুব্বর ও এএসআই মেজবাহুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মনিরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, আটক মনিরুল তার ব্যবহৃত ০১৯৬৯-০২৭৩৩৫ নম্বর থেকে একমাস ধরে উপজেলার কুড়ুলগাছির বিদেশ ফেরত মিন্টুর ব্যবহৃত নম্বরে এক লাখ টাকা চাঁদাদাবি করে আসছিলো। বিষয়টি ভুক্তভোগী মিন্টু থানায় অভিযোগ করলে মোবাইল ট্র্যাকিং করে মনিরুলের নাম-ঠিকানা শনাক্ত করি। উপজেলার কালিয়াবকরি গ্রামে তার প্রকৃত বাড়ি। সে বর্তমানে চণ্ডিপুরে বসবাস করে।

Leave a comment