যশোরে ভাইয়ের হাতে ভাই খুন

স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার গোপালপুর গ্রামে ভাইয়ের হাতে খুন হয়েছেন ফেরদৌস দফাদার নামে এক ব্যক্তি। গতকাল শনিবার দুপুরে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি সিকদার আক্কাস আলী জানান, বেলা ১টার দিকে নিজেদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ফেরদৌস দফাদার তার ছোট ভাই দাউদকে মারপিট করে। এতে তার অন্য ভাইরা ক্ষুব্ধ হয় এবং দাউদের সাথে ইদ্রিস ও কুদ্দুস যোগ দিয়ে ফেরদৌসকে মারপিট করে। গুরুতর অবস্থায় ফেরদৌসকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। পুলিশ আহত দাউদকে হাসপাতাল থেকে আটক করেছে। অন্য দু ভাই পালিয়ে গেছে বলে কোতোয়ালি থানার ওসি জানান।

Leave a comment