স্টাফ রিপোর্টার: দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছে তামিম ইকবাল। এর আগে এ রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুশফিকুর রহিমের। গতকাল দ্বিশতক করার আগে গতকাল বাংলাদেশি কোনো ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবাল টানা তিনটি টেস্টে সেঞ্চুরিরও রেকর্ড গড়েন।
খুলনা টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ২৭৮ বল খেলে ২০৬ রানে মোহাম্মদ হাফিজের বলে স্ট্যাম্পিং হয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। এর আগে তামিম-ইমরুল জুটি ৩১২ রানের বিশ্বরেকর্ড করেন। এরপরই ১৫০ রানে জুলফিকার বাবরের বলে আউট হন ইমরুল কায়েস।