মাথাভাঙ্গা মনিটর: গান গাওয়ার সময় স্টেজ থেকে পড়ে গোড়ালিতে ব্যথা পাওয়ার পর লাসভেগাসে দুটি গানের শো বাতিল করেছেন মার্কিন পপস্টার ব্রিটনি স্পিয়ার্স। বুধবার সন্ধ্যায় স্টেজে গান গাওয়ার সময় আকস্মিক পড়ে গিয়ে গোড়ালিতে ব্যথা পান ব্রিটনি। এরপর চিকিৎসকরা তাকে শুক্র ও শনিবার সন্ধ্যায় লাসভেগাসে অনুষ্ঠেয় দুটি শোতে অংশ না নেয়ার পরামর্শ দেন। স্টেজ শো-টির ভিডিওতে দেখা যাচ্ছে, গানের সাথে নাচতে গিয়েই তিনি হুমড়ি খেয়ে স্টেজের ওপর পড়ে যান। তার পরও ওই অবস্থাতেই তাকে গান চালিয়ে যান। এ সময় তার চারপাশে থাকা ড্যান্সারদের সহায়তায় স্টেজে উঠে দাঁড়ান। তিনি তার ভক্তদের উদ্দেশে বলেন, ঘটনার জন্য আমি দুঃখিত। পরে এক টুইটার বার্তায় তিনি লেখেন, আমাকে শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। গোড়ালিতে ব্যথার কারণে আজ রাতের শোতে আমার গান গাওয়া নিয়ে একটু সংশয় আছে। তবে আমি সুস্থ আছি।