গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জে.টি.এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়টির ছাত্রী ও শিক্ষকবৃন্দ। গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হামিদুল ইসলাম, মাসুদুর রহমান, সেলিনা খাতুন, হান্নান কবিরসহ শিক্ষক ও ছাত্রীবৃন্দ।
গত ১৩ আগস্ট গাংনী উপজেলার গাড়াডোবে প্রধান সড়ক অবরোধ করে হরতাল পালনকালে জামায়াত-শিবির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলার ২৯ নম্বর আসামি এবং পশ্চিম মালসাদহ গ্রামের আওয়ামী লীগ নেতা আকমল হোসেন হত্যা মামলার ৪৩ নম্বর আসামি ফিরোজ জাহাঙ্গীর। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করছেন শিক্ষক ও ছাত্রীরা।