স্টাফ রিপোর্টার: প্রশ্নটা উঠেছিলো খুলনা টেস্ট শুরুর আগেই। টানা ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাওয়া সাকিব আল হাসানকে চেনা ছন্দে দেখা যাবে তো? শঙ্কাটাকে যৌক্তিকই মনে হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নিষ্প্রভ হয়ে আছেন বাংলাদেশের বোলিং আক্রমণের সেরা এ অস্ত্র। খুলনা টেস্টে তৃতীয় দিন শেষেও উইকেটশূন্য রয়েছেন সাকিব। বাঁহাতি এই স্পিনার ৩১ ওভার বল করে দিয়েছেন ১২২ রান। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন সাকিব। এরপর থেকে শুধু সীমিত ওভারের ক্রিকেটই খেলেন তিনি। খুলনা টেস্টের আগে তিনি জানিয়েছিলেন, টেস্টে বোলিংয়ে ভালো করতে ছন্দ পাওয়াটা খুব জরুরি।