সরকারের দেয়া সুযোগকে কাজে লাগিয়ে দেশকে গড়ে তুলুন
ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গায় প্রকাশ্যে কৃষি পল্লি ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঋণ বিতরণ করেন কৃষি ঋণ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথি বলেছেন, দেশের কৃষকগণ জানে না কোথা থেকে সহজ শর্তে ঋণ পাওয়া যায়। দেশের মানুষ একাধিক এনজিওদের নিকট থেকে শতকরা ৩০-৪০ টাকা সুদে ঋণ নিয়ে ঋণের জালে জড়িয়ে পড়ছে। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে অনেক নারী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। বর্তমান সরকার কৃষকের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। তৈল, ডাল, মসলা ও ভুট্টার ওপর সরকার সোনালী ব্যাংকের মাধ্যমে শতকরা ৪ টাকা সুদে কৃষকদের মাঝে ঋণ কর্মসূচি চালু করেছে। সরকারের দেয়া এ সুযোগকে কাজে লাগিয়ে নিজে ভালো থাকুন এবং দেশকে সমৃদ্ধ করে গড়ে তুলুন। যারা লেখাপড়া শিখে চাকরি পাচ্ছেন না। তারা মৎস্য, গরু ও ছাগল পালন প্রশিক্ষণ নিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে সফল উদ্যোক্তা হতে পারেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে সোনালী ব্যাংক ডিঙ্গেদহ শাখার উদ্যোগে আয়োজিত প্রকাশ্যে কৃষি/পল্লি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন উপরোক্ত কথাগুলো বলেন। সোনালী ব্যাংক ডিঙ্গেদহ শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামানের উপস্থাপনায় সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রহমান, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম পরিচালক আমদাদুল হক, শঙ্করচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.রাজ্জাক। অতিথি ছিলেন সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের প্রিন্সিপাল অফিসার নজির আহাম্মেদ, শঙ্করচন্দ্র ইউপি সচিব জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে ২৪ জন ঋণগ্রহীতার মধ্যে ৬ লাখ ২০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের উপমহা ব্যবস্থাপক (ডিজিএম) আমির হোসেনের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের যুগ্মপরিচালক ইমদাদুল হক। বক্তব্য রাখেন ডিঙ্গেদহ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। আমন্ত্রিত অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, যে সকল কৃষক যে ফসলের প্রতি কৃষি ঋণ গ্রহণ করলেন তার যেন সঠিকভাবে টাকাটা ব্যয় করেন। ফসল বিক্রির পর ঋণের টাকাটা ব্যাংকে পরিশোধ করবেন বলে আশা করি।