আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ক্যানেলপাড়ার চিহ্নিত মাদকব্যবসায়ী জাহিদ মাদকদ্রব্যের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। দিনহাজিরায় বেশ কিছু শ্রমিক দিয়ে ক্যানেলসহ আনন্দধাম ও হাউসপুরে সে জমজমাট মাদকের ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
জানা গেছে, এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী জাহিদ দীর্ঘ বছর ধরে মাদকব্যবসা করে আসছে। এক সময় সে চুরি চামারিও করতো বলে এলাকায় অভিযোগ রয়েছে। ফেনসিডিল, হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ সকল ধরনের মাদকব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। জাহিদ শুধু বাড়িতেই মাদকদ্রব্য বিক্রি করে না। সে দৈনিক হাজিরায় শ্রমিক নিয়োগ দিয়ে পুরো ক্যানেলপাড়া, আনন্দধাম ও হাউসপুর এলাকায় মাদকদ্রব্যের রমরমা ব্যবসা করে যাচ্ছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বহু মাদকদ্রব্যের ক্রেতা তার বাড়ি ও আশপাশের এলাকায় ভিড় জমায়। মাদকাসক্তদের অনেকেই নেশার টাকা জোগাড় করতে এলাকায় চুরি করছে। এলাকার উঠতি বয়সীদের নিয়ে অভিভাবক মহলে দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছে। পুলিশ-ৱ্যাবসহ প্রশাসনের নিকট তারা চিহ্নিত মাদকব্যবসায়ী জাহিদকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।