দামুড়হুদার মুন্সিপুর এবং নিমতলা বিজিবির অভিযান : মদ ও ফেনসিডিল উদ্ধার

দর্শনা অফিস: দামুড়হুদার মুন্সিপুর ও দর্শনা নিমতলা বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে মদ ও ফেনসিডিল উদ্ধার করেছেন। এ সময় কোনো মাদককারবারীকে আটক করা যায়নি। গত সোমবার রাত তিনটার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মহাসীন আলীর নেতৃত্বে হাবিলদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর হালদারপাড়া মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠ থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এর আগে রাত ১২টার দিকে একই মাঠ থেকে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আগের দিন রোববার সন্ধ্যা ছ’টার দিকে দর্শনার পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া নদীর ধারপাড়া থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ন’টার দিকে হালদারপাড়া মাঠ থেকে বিজিবির একই দল ভারতীয় এমসিডুএলএস, রয়েলস্টারসহ বিভিন্ন ব্রান্ডের ৪৮ বোতল মদ উদ্ধার করে। এছাড়া গত সোমবার সকাল ন’টার দিকে দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার জিল্লুর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে কুতুবপুর মাঠ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।