কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর থানা পুলিশ গতকাল বুধবার অভিযান চালিয়ে হাবিবুর রহমান শেখ (৩৫) ও শরিফুল ইসলাম লাভলুকে (৩৭) আটক করেছে। পুলিশ বলেছে, এরা দুজনই মাদককারবারী। থানার এসআই সমীরন উপজেলার বলাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে এদেরকে আটক করেন। হাবিবুর বলাবাড়িয়া গ্রামের খোকাই শেখের ছেলে ও শরিফুল একই গ্রামের মৃত ইসমাইলের ছেলে। এছাড়া একই উপজেলার সাবদারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে মিন্টুকে আটক করেছে। সে সাবদারপুরের জানুর ছেলে। পুলিশ বলেছে, মিন্টুর বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে।