চুয়াডাঙ্গা সাতগাড়ির বিধবা মাসহ ছেলেকে মারধর : মেজোর বিরুদ্ধে অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাতগাড়ি দক্ষিণপাড়ার বিধবা সারেজান ও তার ছেলে কাদেরকে মারপিট করেছে একই গ্রামের মেজো নামের এক ব্যক্তি। গতপরশু রাত আনুমানিক ১০টার দিকে মদ্যপাবস্থায় সারেজানের বাড়িতে হানা দিয়ে তার ছেলেকে মারধর করে। ছেলেকে ঠেকাতে গেলে সারেজনাও মেজোর লাঠিঘাতে আহত হন।

সারেজান খাতুন (৩৯) অভিযোগ করে বলেছেন, মেজো দীর্ঘদিন ধরেই আমাকে কুপ্রস্তাব দেয়। আমি রাস্তার পাশে বড়া-পিয়াজু ভেজে বিক্রি করি। ছেলে কাদের ভ্যান চালায়। গতপরশু সোমবার রাত আনুমানিক ১০টার দিকে মেজো আমাদের বাড়িতে এসেই ছেলেকে সামনে পেয়ে চুয়াডাঙ্গা শহরে ভ্যান নিয়ে যাওয়ার জন্য চাপাচাপি করতে থাকে। ছেলে রাতে ভ্যান নিয়ে যেতে অস্বীকৃতি জানালে মেজো মারধর শুরু করে।