নী প্রতিনিধি: জীবন থেকেই অবসরে গেলেন মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মনিরুল হক। ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। আজ বৃহস্পতিবার চাকরি জীবনের শেষ দিন পার করে তার অবসরে যাওয়ার দিন ধার্য ছিলো। ডা. মনিরুল ইসলামের ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে, চোখের কর্নিয়া অপারেশনের জন্য তিনি গত ১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সফল অপারেশন হলেও ১৩ এপ্রিল হাসপাতালের টয়লেটের মধ্যে তিনি পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। শরীর অবশ ও সংজ্ঞাহীন অবস্থায় তার চিকিৎসা চলছিলো। কিন্তু শারীরিক অবস্থা আরো অবনতি হলে গত কয়েক দিন ধরে তাকে লাইফ সার্পোটে রাখা হয়। শেষ পর্যন্ত সংজ্ঞাহীন অবস্থায় আজ বিকেলে তিনি চলে যান না ফেরার দেশে।
গাংনী হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি ছুটি নিয়ে চোখের অপারেশন করতে যাওয়ার আগে বলেছিলেন ৩০ এপ্রিল তিনি চাকরি জীবনের শেষ অফিস করবেন। ১ মে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু তার আগেই তার মৃত্যুতে হাসপাতালের সবার মাঝেই শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালনের পর শেষ জীবনে নিজ এলাকার হাসপাতালে যোগদান করেছিলেন। ইচ্ছে ছিলো এখান থেকেই তিনি অবসরে যাবেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মরদেহ পৌঁছুবে গাংনী মহিলা কলেজ মোড় এলাকার নিজ বাড়িতে। বেলা এগারোটার দিকে গাংনী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তার নামাজে জানাজা শেষে গাংনী কবরস্থানে দাফনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ডা. মনিরুল ইসলাম জোড়পুকুরিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। মৃত্যুকালে তিনি এক ভাই, স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।