চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে কম্পিউটার ও হুইল চেয়ার বিতরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা ও ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে কম্পিউটার ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ন’টার দিকে সদর উপজেলা পরিষদ থেকে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইমাম প্রমুখ। চুয়াডাঙ্গা আলুকদিয়া বাজারপাড়ার মৃত বিশু মণ্ডলের ছেলে রবিউল হক ও মনিরামপুর গ্রামের মৃত খোকন মণ্ডলের ছেলে খেদমত আলীকে একটি করে হুইল চেয়ার দেয়া হয়েছে।