তিনটি প্রতিষ্ঠানের ২৫ হাজার টাকা জরিমানা

জীবননগর লক্ষ্মীপুর চাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার লক্ষ্মীপুর মিল-চাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনও নূরুল হাফিজ গতকাল বুধবার এ আদালত পরিচালনা করেন। চটের বস্তার স্থলে অবৈধভাবে পলিব্যাগ ব্যবহার করায় তিনটি অটোরাইচ মিল মালিককে অর্থ জরিমানা অনাদায়ে দণ্ডাদেশের আদেশ প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে দণ্ড থেকে নিজেদেরকে রক্ষা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিল-চাতাল এলাকার বেশ কয়েটি রাইচ মিলে চটের বস্তার স্থলে অবৈধভাবে পলিব্যাগ ব্যবহার করা হচ্ছে। পলিব্যাগের স্থলে চটের ব্যাগ এ ব্যবহার বন্ধ করার জন্য উপজেলা প্রশাসন থেকে একাধিকবার পত্র দেয়া হয়। কিন্তু তারপরও পলিব্যাগ ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় গতকাল ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নূরুল হাফিজ। এ সময় পলিব্যাগ ব্যবহার করায় দেশবাংলা অটোরাইচ মিলের স্বত্বাধিকারী বিল্লাল হোসেনকে ১৫ হাজার টাকা, জামাল এগ্রো ফুড প্রডাক্টের স্বত্বাধিকারী জামাল হোসেন খোকনকে ৫ হাজার টাকা ও আলী আহাম্মদ রাইচ মিলের স্বত্বাধিকারী নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্ত সকলে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে নিজেদের রক্ষা করেন।