জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ আমেনা খাতুনের (৩৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে সরকার ব্রিক্সের মাটিবাহী একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহতের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খয়েরহুদা গ্রামের মইজুল হকের স্ত্রী দু সন্তানের জননী আমেনা গতকাল সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়। বাড়ি গেট দিয়ে দ্রুত বের হওয়াকালে সে মাটি ভর্তি ট্রাক্টরের নিচে পড়ে। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গৃহবধূ আমেনার মর্মান্তিক মৃত্যু হয়। এলাকাবাসী দেহাটির সরকার ব্রিক্সের ট্রাক্টরটি আটক করে।