মাথাভাঙ্গা মনিটর: আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে নবরূপের ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন জেমস টেইলর। আয়রল্যান্ডের বিপক্ষে টেইলরের নেতৃত্বাধীন অনভিজ্ঞ ইংলিশ দলটিতে সুযোগ দেয়া হয়েছে নতুন খেলোয়াড়দেরক। আগামী ৮মে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ইংল্যান্ড টেস্ট দলটি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাত্র একদিন আগে দলটি দেশে ফিরবে। তাই সম্পূর্ণ অনভিজ্ঞ এ দলটি বেছে নিতে বাধ্য হয় ইংল্যান্ড কর্তৃপক্ষ। ডাবলিনে নিজের ১৮তম ওয়ানডে ম্যাচেই ইংলিশ দলের নেতৃত্ব দিচ্ছেন টেইলর। জাতীয় দলের হয়ে ওই ম্যাচে অভিষেক ঘটানোর সুযোগ পাচ্ছেন- জাফর আনসারি, স্যাম বিলিংস, জেমস ভিন্স, লুইজ গ্রেগরি এবং ডেভিড উইলের। ঘোষিত ১১ সদস্যের দলে এরা সবাই সুযোগ পেয়েছেন। এছাড়া বার্বাডোজে তৃতীয় টেস্টে সেরা একাদশে যারা সুযোগ পাবেন না তারই যোগ দেবেন ওয়ানডে দলে। জস বাটলারের পরিবর্তে চলমান ক্যারিবিয় সফরে থাকা উইকেটরক্ষক জনি বেয়ারস্টোকে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া টেস্ট দলে সুযোগ না মিললে আদিল রশিদ, মার্ক উড এবং লিয়াম প্লানকেটও থাকতে পারেন আয়ারল্যান্ডগামী দলে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পর এ সকল খেলোয়াড় নিয়ে নিজ মাঠে ২০১৯ বিশ্বকাপে ভাল করার আশা করছে ইংল্যান্ড। ইংল্যান্ড দল : জেমস টেইলর (অধিনায়ক), জাফর আনসারি, জনাথন বেয়াস্টো, স্যাম বিলিংস, টিম ব্রেসনান, স্টিভেন ফিন, লুইজ গ্রেগোরি, এ্যালেক্স হেলস, জেসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলে।