গুরুতর নয় মুশফিকের চোট

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিমের চোট গুরুতর নয়। এক্সরেতে তার ডান হাতের অনামিকায় কোনো চিড় পাওয়া যায়নি বলে জানিয়েছেন দলের গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম। বুধবার খুলনায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংসের ৩৫তম ওভারে আঙুলে চোট পান মুশফিক। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রাবীদ জানান, মুশফিকের চোট গুরুতর নয়, তবে এই মুহূর্তে ব্যথা রয়েছে। বরফ ও পেইন কিলার দিয়ে ব্যথা দূর করার চেষ্টা করা হচ্ছে। আশা করছি, আজ নাগাদ সে সম্পূর্ণ ‘ফিট’ হয়ে যাবে। অভিষিক্ত মোহাম্মদ শহীদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ২৮ রানে থাকা আজহার আলী। ক্যাচটি নিতে পারেননি মুশফিক। উল্টো ডান হাতের অনামিকায় চোট পান তিনি। এরপর শহীদের পুরো ওভারে উইকেটের পেছনে থাকেন মুশফিক। শুভাগত হোম চৌধুরীর করা পরের ওভারেও ‘কিপিং’ করেন তিনি। তবে পানি পানের বিরতির সময় মাঠ ছাড়েন মুশফিক। মাঠে অধিনায়কের দায়িত্ব পালন করেন তামিম ইকবাল। মুশফিকের বদলে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ান উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস।