টিপ্পনী:

খবর: (একপক্ষের অবাধ কেন্দ্র দখল ব্যালট পেপার ছিনতাই)

 

ভোট ডাকাতি ছিনতাই

দিচ্ছে ফেলে চিন্তায়

হায়রে এ কী দেশটা হলো

কাটছে ভেবে দিন তাই!

 

আইন-কানুন রক্ষায়

সব চলে যায় ফক্কায়

কী বাজে হাল নির্বাচনের

দেশের মানুষ শক খায়!

 

দেখছি এ কী রাস্তায়

কুলোচ্ছে না আস্থায়

বিরোধী দল কান্দে বসে

খুইয়ে হাতের পাঁচ তাই!

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment