স্টাফ রিপোর্টার: একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নে অবদান রাখায় সারাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন। প্রসঙ্গত এর আগে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র (ইউআইএসসি) টেকসই করতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর ৬ ডিসেম্বর শ্রেষ্ঠ জেলা প্রশাসকের পুরস্কার অর্জন করেন যশোরের ডিসি মোস্তাফিজুর রহমান। এছাড়াও যশোরকে ডিজিটাল জেলা হিসেবে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি পুরস্কার পেয়েছেন।