দামুড়হুদার নাস্তিপুরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

 

কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু হয়েছে। গত রোববার হারুনের ছেলে জুবাইয়ের (৫) তার খালাবাড়ি পীরপুরকুল্লায় বেড়াতে যায়। পরের দিন বাড়ির পাশে পুকুরের গাভিতে সকালে খেলা করতে করতে পানিতে পড়ে জুবাইয়ের ডুবে মারা যায়। গত সোমবার সন্ধ্যায় নিজ গ্রামে দাফন সম্পন্ন করা হয়।