মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে বিচারাধীন জমির ধান কেটে তছরুপ করেছে প্রতিপক্ষ। প্রতিবাদ করায় প্রতিপক্ষ বাদির বাড়িতে অনাধিকার প্রবেশ করে পুরুষদের মারধরসহ মহিলাদের শ্লীলতাহানি ঘটনায় বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের দুজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মেহেরপুর আদালতে একটি মামলা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, আশরাফপুর গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মোনাজাত আলীর পৈত্রিক ও রেকর্ডীয় স্বত্ত্ব দখলীয় সাড়ে ২৪ শতক জমি দীর্ঘদিন চাষাবাদসহ ভোগদখল করে আসছেন। এ সময় প্রতিবেশীদের সাথে বিরোধ দেখা দিলে তিনি ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারায় একটি মামলা করেন। মামলাটি বিচারাধীন থাকার পরও গত শনিবার চলতি মরসুমে রোপণ করা ইরিধান কেটে তছরুপ করেছে প্রতিপক্ষ। এ ঘটনার প্রতিবাদ করলে প্রতিপক্ষ ফরিদ হোসেন, তার ছেলে ও ছেলের স্ত্রীরা বাদীর বাড়িতে ছুটে গিয়ে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে মারধর করে। এ সময় মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে আহত আব্বাস আলী ও মৃত আব্দুস ছাত্তারের ছেলে মানিককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত আব্বাসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় মোনাজাত আলী বাদী হয়ে গতকাল মঙ্গলবার মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফরিদ, তার ছেলে আব্দুর রাজ্জাক ও কালু, স্ত্রী মাজেদা খাতুন, মৃত দরজেল মোল্লার ছেলে মন্টু ও মন্টুর স্ত্রী পারভীন খাতুনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।