চুয়াডাঙ্গার গাইদঘাটে পেট্রোল ঢেলে ফার্নিচারের দোকানে আগুন দেয়ার অভিযোগে মামলা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গাইদঘাট গ্রামের ফার্নিচারের দোকান পোড়ানো মামলার আসামিরা ধরা পড়েনি। তারা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ উৎকোচ নিয়ে আসামিদের ধরছে না বলে অভিযোগ করেছেন মামলার বাদী আব্দুর রহিম মিস্ত্রি।

গত ২০ এপ্রিল দিনগত রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট দোহারপাড়ার আলী আহমেদের ছেলে আব্দুর রহিমের ভাই-বোন ফার্নিচারের দোকানটি পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় ফার্নিচারসহ লক্ষাধিক টাকার কাঠ পুড়ে যায়। এ ব্যাপারে পরদিন বাদী হয়ে দোকান মালিক রহিম মিস্ত্রি চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় পার্শ্ববর্তী কুকিয়াচাঁদপুর গ্রামের নুর নবী এবং তার দু ছেলে মিলন ও বাবুকে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর রহমান ঘটনাস্থল থেকে আগুন দেয়ার কাজে ব্যবহৃত একটি বোতল ও একটি ম্যাচ উদ্ধার করে। বোতলটিতে পেট্রোল এনে আগুন দেয়ার কাজে ব্যবহার করা হয়েছে বলে পুলিশের ধারণা। বাদী ও আসামিদের মধ্যে জমিজমা নিয়ে কয়েক বছর ধরে মামলা চলছে। এ মামলার জের ধরেই ফার্নিচারের দোকানে আগুন দেয়ার ঘটনা ঘটে থাকতে পারে বলে এলাকাসূত্রে জানা গেছে।