বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ভবনে ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবারের ভূমিকম্পের পর এ ফাটল দেখা যায়। মাত্র কয়েক মাসের মাথায় নবনির্মিত ভবনে ফাটল দেখা দেয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে এক রকম আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে ৬০ লাখ টাকা ব্যয়ে ঊর্ধ্বমুখি দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছর জানুয়ারি মাসে ভবনটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান নতুন ভবনে ফাটলের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে চুয়াডাঙ্গা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শফি উদ্দিন বলেন, যে ফাটল দেখা দিয়েছে তাতে ভয় পাওয়ার কিছু নেই।