স্টাফ রিপোর্টার: বাগেরহাট সদরে একটি স্কুলের ১২ শিক্ষার্থী অসুস্থ্ হয়ে পড়েছে। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসুস্থ শিক্ষার্থীদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এরা হলো- সামিরা (১০), লিজা (১১), লুবনা (১১), পলি (১১), সোমা (১০), আয়শা (১১), নাছিমা (১১), মিম (৮), আঁখি (১০), স্বপ্না (১১), শম্পা (১০) ও বিথি (১০)। তাদের সবার বাড়ি আড়পাড়া গ্রামে। বিদ্যালয়টির এক শিক্ষকের বরাত দিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সারা তানজিলা বলেন, পরীক্ষা চলাকালে সামিরা হঠাৎ মাথাঘুরে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তার দেখাদেখি অন্যরাও একইভাবে অসুস্থ হয়ে পড়ে। তিনি বলেন, এটি সাইকোলজিক্যাল ইলনেস বা ম্যাস হিস্টিরিয়া। একজনের দেখাদেখি অন্যজনেরও এটা হতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।