স্টাফ রিপোর্টার: পাকিস্তানের বিপক্ষে প্রথমে টেস্টের প্রথম দিন শেষে ৮৯.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৬ রান। গতকাল মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকালে দু টেস্ট সিরিজের প্রথম টেস্টটি শুরু হয়। ইমরুল কায়েস ৫১, তামিম ইকবাল ২৫ ও মাহমুদুল্লাহ ৪৯, মুমিনুল হক ৮০ রানে আউট হন। মোহাম্মদ হাফিজের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ইমরুল। তার বিদায়ে ভাঙে ৪০ রানের দ্বিতীয় উইকেট জুটি। এর আগে ইয়াসির শাহর বলে আউট হন তামিম। তিনি ২৪ বলে করেন ২৫ রান। এরপর ওয়াহাব রিয়াজের বলে ও সরফরাজ আহমেদের ক্যাচে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ। তিনি ব্যক্তিগত ৪৯ রান করেন। মুমিনুল হক ১৬০ বল খেলে ৮০ রান করে বাবারের বলে এলবির ফাঁদে পড়েন। দেশের মাটিতে টানা চতুর্থ টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে খেলছে বাংলাদেশ। আগের সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারিয়েছিলো তারা।