স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহার উপজেলার কুলমুডাঙ্গা সীমান্তে বিএসএফ’র নির্যাতনে নূরুল ইসলাম নামে এক বাংলাদেশি গরুব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলাম হোসেন নামে আরেক বাংলাদেশি। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলাম সাপাহার উপজেলার কুলমুডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে এবং ইসলাম হোসেন শিমুলডাঙ্গা গ্রামের দোস্তা মোহাম্মাদের ছেলে।