স্টাফ রিপোর্টার: তিন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত মোবাইলফোনে সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচন কমিশনের অনুরোধে গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ দেয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, নির্বাচন কমিশনের অনুরোধে এখন থেকে (সোমবার বিকেল) আগামীকাল (মঙ্গলবার) বিকেল পাঁচটা পর্যন্ত দেশের সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গ্রাহক পর্যায়ে লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করা হলো। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক ও সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয় ওই নির্দেশনায়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিলো, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত মোবাইলফোনে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করে বাংলাদেশ ব্যাংক।
জানা গেছে, মোবাইলফোন প্রযুক্তির সহায়তায় জনসাধারণকে দ্রুত আর্থিক সেবা দেয়ার নাম মোবাইল ব্যাংকিং। এ প্রযুক্তিতে যে সব সহায়তা পাওয়া যায় এরমধ্যে রয়েছে- টাকা জমা দেয়া, টাকা উত্তোলন, কেনাকাটার বিল পরিশোধ, ইউলিটি বিল পরিশোধ, বেতন-ভাতা বিতরণ, এটিএম থেকে টাকা উত্তোলন, বিদেশ হতে প্রেরিত রেমিট্যান্স বিতরণ, সরকারি অনুদান প্রাপ্তি, তহবিল স্থানান্তর এবং মোবাইলে তাৎক্ষণিক ব্যালেন্স রিচার্জ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে বর্তমানে দেশে ২৮টি ব্যাংকের মোবাইল ব্যাংকিঙের অনুমোদন রয়েছে। এর মধ্যে ১৯টি ব্যাংক কার্যক্রম শুরু করেছে। এ প্রক্রিয়ায় প্রতিদিন ৩৫০ কোটি টাকা লেনদেন হচ্ছে। ব্যাংকগুলোর নিবন্ধিত গ্রাহক সংখ্যা দু কোটি ৫২ লাখ। এর মধ্যে সক্রিয় ১ কোটি ২২ লাখ। মোবাইল ব্যাংকের এজেন্টের সংখ্যা ৫ লাখ ৪০ হাজার। এদের প্রতিদিন লেনদেনের সংখ্যা ২৮ লাখ ২০ হাজার।