মাথাভাঙ্গা মনিটর: ইতোমধ্যে লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ দুটি ম্যাচে তারা লড়বে পেরু ও উরুগুয়ের বিপক্ষে। বাছাইপর্বের এ দুটি ম্যাচ খেলতে লিওনেল মেসিকে ছাড়াই নামবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। উরুর চোট সত্ত্বেও আলেসান্দ্রো সাবেয়া তার প্রাথমিক দলে রেখেছিলেন মেসিকে। কিন্তু চোটের অবস্থা বুঝে ২৬ বছর বয়সীকে বাইরে রাখলেন তিনি। চারবারের বর্ষসেরা যেন বিশ্রামে থেকে শিগগিরই মাঠে ফিরতে পারে সেজন্যই এ সিদ্ধান্ত।আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, জাভিয়ের মাচেরানো ও গঞ্জালো হিগুয়েনের সাথে জাতীয় দলের জার্সি গায়ে খেলা হবে না মেসির। মাচেরানো ও হিগুয়েনও চোটের কবলে পড়েছেন।১১ অক্টোবর পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। চারদিন পর লড়বে উরুগুয়েকে।