ঘরের ওপর থেকে বৈদ্যুতিক তার সরিয়ে নিতে বলায় হাটকালুগঞ্জে হরিজন সম্প্রদায়ের একটি বাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার: বাড়ির ওপর দিয়ে নেয়া বৈদ্যুতিক তার সরিয়ে নিতে বলায় হাটকালুগঞ্জ জেলা পরিষদের পেছনপাড়ার হরিজন পরিবারের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে। গতপরশু শাহীন ও তার নানি ভাবিলা খাতুনের সাথে একই বিষয় নিয়ে বাগবিতণ্ডার পর সংঘর্ষে লিপ্ত হয় যে পিনুসহ তার পরিবারের লোকজন, সেই পিনুসহ তার লোকজনই হরিজন সম্প্রদায়ের চঞ্চল সর্দ্দারের ঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ। অভিযোগকারীরা বলেছে, গতপরশু রাত ৮টার দিকে যখন বাড়ি ভাঙচুর করে, টিনের বেড়া ও চাল কুপিয়ে ক্ষতবিক্ষত করে তখন ঘরে থাকা ১০ হাজার টাকাও লুট করেছে হামলাকারীদের কেউ। এ বিষয়ে গতকাল চুয়াডাঙ্গা সদর থানায় নালিশ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হরিজন সম্প্রদায়ের সদস্যের লিখিত অভিযোগ গ্রহণ করেনি বলে অভিযোগ। পুলিশের তরফে অবশ্য বলা হয়েছে, ওয়াজেদ আলীর ছেলে পিনুসহ তাদের লোকজনের বিরুদ্ধে আগেই একটি অভিযোগ করা হয়েছে। সে কারণে চঞ্চলের অভিযোগ আর নেয়া হয়নি। স্থানীয়রা বলেছে, হরিজন সম্প্রদায়ের চঞ্চল সর্দ্দারের টিনের ঘরের ওপর দিয়ে বিদ্যুত নেয়ায় তার সরিয়ে নিতে বলে। ঝড়ের সময় বৈদ্যুতিক তার ছিড়ে দুর্ঘটনা ঘটবে বলে জানিয়ে তার সরাতে বলে পিনুসহ তাদের লোকজন রুখে এসে ভাঙচুর করে। একই তার শাহীনসহ তার নানি বাগানের ভেতর থেকে তার সরিয়ে নিতে বলায় তাদের সাথে পরশু বাধে সংঘর্ষ। এ সংঘর্ষে উভয়পক্ষের আটজন আহত হয়। দু পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করে।

Leave a comment